২০ দিন ধরে আমেরিকায় দৈনিক লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত

২০ দিন ধরে আমেরিকায় দৈনিক লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক

আমেরিকায় প্রতিদিন এক লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। আমেরিকার জন্স হপকিন্স ইনভারসিটি গতকাল (রোববার) এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির দেয়া তথ্যমতে আমেরিকায় এ পর্যন্ত এক কোটি ২২ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন বেশি।

ভারত বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় প্রধান দেশ হিসেবে তালিকায় রয়েছে। ভারতের চেয়ে আমেরিকায় করোনা সংক্রমিত লোকের সংখ্যা ৯০ লাখ বেশি। ভারতে এ পর্যন্ত ৯০ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছে। সেখানে গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ৬০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছে।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন গতকাল জানিয়েছে, আমেরিকায় এ পর্যন্ত যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছে তার চার ভাগের এক ভাগ হয়েছে শুধু চলতি মাসেই। এর মাধ্যমে একথায পরিষ্কার হচ্ছে যে, দেশটির বিভিন্ন অংশে অত্যন্ত দ্রুতগতিতে করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার লাভ করছে।

পৌর নির্বাচন: আ.লীগের মনোনয়ন বিক্রি কাল থেকে

করোনাভাইরাসের আক্রমণে আমেরিকার যখন এমন লণ্ডভণ্ড অবস্থা তখন গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলন দাবি করেছেন যে, তার দেশ করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় সফল হয়েছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর