সুনামগঞ্জে সংসদ সদস্য শামীমা শাহরিয়ারকে গণসংবর্ধনা

সুনামগঞ্জে সংসদ সদস্য শামীমা শাহরিয়ারকে গণসংবর্ধনা

মো.বুরহান উদ্দিন, সুনামগঞ্জ

সিলেট ও সুনামগঞ্জ জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলাবাসীর উদ্যোগে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার সকালে উপজেলা খাদ্য গোদামের সামনের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি করুনা সিন্ধু তালুকদারের সভাপতিত্বতে ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে, বিশেষ অথিতির বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে,জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী,বীনা রানী তালুকদার প্রমুখ।


আরও পড়ুন: কানাডায় সরকারি কর্মকর্তাদের বাড়ির তালিকা চেয়েছে দুদক


সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন বলেই সুনামগঞ্জের হাওর এলাকার উন্নয়ন হচ্ছে। তিনি হাওরের ফসল রক্ষায় প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ দেন। সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ হচ্ছে। হাওর এলাকার মানুষের জীবনমানে পরিবর্তন আসছে।

শেখ হাসিনা হাওর এলাকার মানুষের প্রতি অত্যন্ত আন্তরিক।

news24bd.tv আহমেদ