আনিসের একশ কোটি টাকার সম্পদ জব্দ

যুবলীগের বহিষ্কৃত নেতা কাজী আনিসে

আনিসের একশ কোটি টাকার সম্পদ জব্দ

আলী তালুকদার

যুবলীগের বহিষ্কৃত নেতা কাজী আনিসের একশো কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। গ্রামের বাড়ী আর রাজধানীর বিভিন্ন স্থানে এসব সম্পদ গড়েন তিনি। আর ক্যাসিনোকাণ্ডে জড়িত বহিষ্কৃত যুবলীগের আরেক নেতা খালেদ মাহমুদ ভূইয়ার তিন দেশে ৮ কোটি ৭৪ লাখ টাকা পাচারসহ মোট ৫১ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। ক্যাসিনোকাণ্ড নিয়ে করা বাকি মামলাগুলোর চার্জশিটেরও কাজ চলছে বলে জানিয়েছেন দুদক সচিব।

২০১৯ সালে আলোচনায় আসে ক্রীড়াঙ্গণের আড়ালে চলা আধুনিক জুয়ার বোর্ড ক্যাসিনো ব্যবসা। র্যা বের অভিযানে নাম আসে যুবলীগের প্রথম সারিতে থাকা নেতাকর্মীদের। এদের মধ্যে বহিষ্কৃত যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিস ও সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়ার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।

অনুসন্ধানে বেরিয়ে আসে বহিষ্কৃত দুই নেতার ক্যাসিনো ব্যবসা ঘিরে অঢেল সম্পদের তথ্য।

ক্যাসিনো অভিযান শুরু হলেই দেশ ছেড়ে পালান কাজী আনিস।  


আরও পড়ুন: ‘ঘাস চাষের’ প্রকল্পে সমালোচনা ঝড়, কাল একনেকে উঠছে প্রস্তাব


সোমবার দুদক জানায়, রাজধানীর ওয়ারিতে ফ্ল্যাট, গুলশানে দোকান, এলিফ্যান্ট রোডে তিনটি দোকান, কেরানীগঞ্জে ৪০কাঠা জমি, গোপালগঞ্জের বাড়িতে ৩০ কোটি টাকার জমি আর ধানমন্ডিতে রয়েছে ৪ হাজার বর্গফুটের ফ্ল্যাটসহ স্ত্রীর নামে অঢেল সম্পদ। একশ কোটি টাকার এসব অবৈধ সম্পত্তি জব্দ করেছে এ সংস্থা।

যুবলীগের বহিষ্কৃত আরেক নেতা খালেদ মাহমুদ ভূইয়ার বিরুদ্ধে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ তিন দেশে ৮ কোটি ৭৪ লাখ টাকা পাচার ও ৪২ কোটি টাকার সম্পত্তিসহ মোট ৫১ কোটি টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক।

দুদক সচিব জানান আলোচিত ক্যাসিনোকাণ্ডে জড়িত বাকী মামলাগুলোর চার্জশিটের কাজ চলছে। বিদেশে অর্থপাচারসহ কানাডার বেগমপাড়ার তালিকা পেলে ব্যবস্থা নেয়ার কথাও জানান দুদক সচিব।

news24bd.tv নাজিম