বাইডেনের মন্ত্রী সভায় পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন অ্যান্টনি ব্লিনকেন

বাইডেনের মন্ত্রী সভায় পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন অ্যান্টনি ব্লিনকেন

অনলাইন ডেস্ক

সদ্যসমাপ্ত মার্কিন নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেন তার মন্ত্রিসভার জন্য অ্যান্টনি ব্লিনকেনকে নামে একজন সাবেক কূটনীতিককে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারেন। জো বাইডেনের একজন ঘনিষ্ঠ ব্যক্তি যিনি নতুন সরকার গঠনের সঙ্গে যুক্ত তিনি এ তথ্য জানিয়েছেন।

ব্লিনকেন এর আগে ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আরও পড়ুন: আয়কর রিটার্ন জমা দিচ্ছেনতো? সমস্যা-সমাধান জেনে নিন


ব্লিনকেন ২০০৮ সাল থেকে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে জো বাইডেনের মনোনয়নের ব্যাপারে কাজ করে আসছিলেন।

কিন্তু চূড়ান্তভাবে বারাক ওবামার কাছে জো বাইডেন হেরে যান।

বাইডেনের আরেকজন ঘনিষ্ঠ সহযোগী জানান যে, ব্লিনকেন হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জো বাইডেনের প্রথম পছন্দ এবং আগামী মঙ্গলবার এ ব্যাপারে ঘোষণা আসতে পারে। তিনি বলেন, আগামী মঙ্গলবার আপনারা জো বাইডেনের মন্ত্রিসভার প্রথম ব্যক্তির নাম জানতে পারবেন।

news24bd.tv আহমেদ