করোনায় সারাবিশ্বে মৃত্যু ১৪ লাখ ছাড়ালো

করোনায় সারাবিশ্বে মৃত্যু ১৪ লাখ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারাবিশ্বে মৃত্যুর সংখ্যা ছাড়ালো ১৪ লাখ। একদিনে ৭ হাজার ৮শত মানুষের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘন্টায় মোট আক্রান্ত হয়েছে ৪ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ।

এ নিয়ে সারাবিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৯৪ লাখ ছাড়ালো।

যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছে প্রায় ১ কোটি ২৭ লাখ মানুষ। দেশটিতে একদিনে করোনা শনাক্ত হয়েছে এক লাখ ৫৬ হাজার।


আরও পড়ুন: জার্মানীতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত


এছাড়া করোনার উচ্চ সংক্রমণের গতি ইউরোপের দেশগুলোতেও অব্যাহত থাকায় লকডাউন ও চলাচলের ওপর কড়াকড়ি জারি রয়েছে এখনো। এরমধ্যে ২৪ ঘন্টায় ইতালি ও যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে যথাক্রমে ২২ হাজার ও ১৫ হাজার মানুষ।

ইরানে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১২ হাজারের বেশি মানুষ। তবে তুলনামূলতভাবে ভারতে গেলো এক মাসে কমে এসেছে সংক্রমণের মাত্রা। এসবের মধ্যে সারাবিশ্বে এখন পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৪ কোটি ১১ লাখের বেশি মানুষ।

news24bd.tv আহমেদ