ঢাকার বায়ু দূষণ রোধে পদক্ষেপ 
৩০ দিনের মধ্যে জানানোর নির্দেশ

ঢাকার বায়ু দূষণ রোধে পদক্ষেপ ৩০ দিনের মধ্যে জানানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার বায়ু দুষণ রোধে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা আগামী ৩০ দিনের মধ্যে জানাতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে রাজধানীর বায়ু দূষণ মাত্রা যেন আর অবনতি না হয় সে বিষয়েও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।  

বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।   এর আগে পরিবেশ অধিদপ্তর প্রতিবেদন দাখিল করে হাইকোর্টে।

সেখানে হাইকোর্টের নির্দেশে কিকি পদক্ষেপ নিয়েছে তার অগ্রগতি তুলে ধরা হয়।  

এর আগে বায়ু দূষণ রোধে ৯ দফা নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। জনস্বার্থে ঢাকার বায়ু দূষণ রোধে হাইকোর্টে রিট করেন হিউম্যান রাইটস এন্ড পিচ ফর বাংলাদেশ নামের একটি সংগঠন।


আরও পড়ুন: আমৃত্যু কারাদণ্ডের রিভিউ নিয়ে রায় ১ ডিসেম্বর


প্রতিবেদনে বলা হয় ৫৬০ টি অবৈধ ইটভাটা মধ্যে ৪৭১ টি বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর।

  ১৮ টি প্যারালাইসিস ব্যাটারি রিসাইকেলিং বন্ধ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।  

এসব প্রতিষ্ঠানে প্রায় ১১ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ৭০ শতাংশ বায়ু দূষণ নিয়ন্ত্রণ করেছে বলে দাবি পরিবেশ অধিদপ্তর। এছাড়া ভ্রাম্যমাণ আদালত ৫২ টি মামলা করেছে। মেয়াদ উত্তীর্ণ যানবাহনের ওপর দেড় লক্ষ টাকা জরিমানা করেছে।

news24bd.tv নাজিম