তাজরিন ট্র্যাজেডির আট বছর

নাজমুল হুদা

সাভারের আশুলিয়ার তাজরিন ট্র্যাজেডির আট বছর আজ। ২০১২ সালের এই দিনে তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১৩ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন আরো অর্ধশতাধিক।  

এই ট্র্যাজেডিকে আজও ভুলতে পারেনি নিহত ও আহত শ্রমিকদের পরিবার।

এ ঘটনার বিচার, উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন।  

আরও পড়ুন:


জামিন পেয়েছেন কাজল

হতাশায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু আশরাফুলের


২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে  প্রাণ হারান অন্তত ১১৩ জন শ্রমিক । আহত হন আরো অর্ধশতাধিক।

সেদিনের ভয়াবহতা আজও ভুলতে পারেনি অগ্নিকাণ্ডে নিহত ও আহত শ্রমিকদের পরিবার।

সেই  দুর্ঘটনায় স্বজন হারানোর বেদনা, আর পঙ্গু সদস্যদের নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে সেই সব পরিবার।

মঙ্গলবার  সকালে  তাজরীন গার্মেন্টসের প্রধান ফটকের সামনে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্বা জানান  স্বজন ও আহত শ্রমিকরাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা । হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশও । অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সব শ্রমিককে ক্ষতিপূরণ ও মালিক দেলোয়ার হোসেনের কঠোর শাস্তি দাবি করেন তারা ।

এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি  এড়াতে  তাজরীন গার্মেন্টসের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

news24bd.tv কামরুল