তুরস্কের জাহাজে তল্লাশি : ইইউ, জার্মানি ও ইতালির রাষ্ট্রদূতদের তলব

তুরস্কের জাহাজে তল্লাশি : ইইউ, জার্মানি ও ইতালির রাষ্ট্রদূতদের তলব

অনলাইন ডেস্ক

তুরস্কের একটি বাণিজ্যিক জাহাজে তল্লাশির প্রতিবাদ জানাতে সোমবার আঙ্কারায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন, ইতালি ও জার্মানির রাষ্ট্রদূতকে তলব করেছে তুর্কি মন্ত্রণালয়।  

সোমবার এরদোয়ান প্রশাসন জানায়,পূর্ব ভুমধ্যসাগরে লিবিয়া অভিমুখী তুরস্কের বাণিজ্যিক জাহাজ রোজেলিনে জার্মান নৌ বাহিনীর সদস্যরা অবৈধভাবে অনুপ্রবেশ করে তল্লাশি চালিয়েছে।  

আরও পড়ুন:


জামিন পেয়েছেন কাজল

হতাশায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু আশরাফুলের


এমন ধরণের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন বলে জানিয়েছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক জলসীমায় কারোরই এ ধরণের তল্লাশি চালানোর অধিকার নেই বলেও জানিয়েছে তারা।

 

জাহাজটিতে লিবিয়ার খাদ্যসামগ্রী ও রং পরিবহণ করা হচ্ছিলো বলে জানিয়েছে আঙ্কারা সূত্র। তবে জাহাজটিতে অস্ত্র আছে সন্দেহে ইইউর পক্ষ থেকে আইরিন বাহিনীর হয়ে জার্মান নৌবাহিনী ওই তল্লাশি চালিয়েছে বলে দাবি করেছে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

news24bd.tv কামরুল