২৪ পাকিস্তানী বন্দীকে মুক্তি দিয়েছে ভারত

২৪ পাকিস্তানী বন্দীকে মুক্তি দিয়েছে ভারত

অনলাইন ডেস্ক

সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটককৃত ২৪ পাকিস্তানী বন্দীকে মুক্তি দিয়েছে ভারত সরকার। মঙ্গলবার বেশকিছুদিন সাজা ভোগের পর তারা নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে বলে জানিয়েছে রয়টার্স।

আরও পড়ুন:


যুবরাজের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের খবর অস্বীকার সৌদির 

তুরস্কের জাহাজে তল্লাশি : ইইউ, জার্মানি ও ইতালির রাষ্ট্রদূতদের তলব


২৪ জন বন্দীর মধ্যে ২০ জন মৎসশিকারী জেলে। যারা আত্তারি-ওয়াগাহ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেছিল।

ভারত-পাকিস্তান বৈরি সম্পর্কের কারণে সীমান্তে ধরা পড়া অনুপ্রবেশকারীদের বছর না ঘুরলেও অন্তত কয়েকমাস, দুই দেশে প্রায়শই কারাবাস করতে হয়।

news24bd.tv কামরুল