নাইজেরিয়াতে মন্দা

নাইজেরিয়াতে মন্দা

অনলাইন ডেস্ক

করোনা মহামারী ও জ্বালানির দরপতনের কারণে চার বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো মন্দায় পড়েছে নাইজেরিয়ার অর্থনীতি। চলতি সপ্তাহেই প্রকাশিত এক সরকারি উপাত্তে এই  তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস।

আরও পড়ুন:


যুবরাজের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের খবর অস্বীকার সৌদির 

তুরস্কের জাহাজে তল্লাশি : ইইউ, জার্মানি ও ইতালির রাষ্ট্রদূতদের তলব


ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, ২০২০ সালের প্রান্তিকে দেশটির প্রকৃত জিডিপি সঙ্কুচিত হতে দেখা গেছে ৩ দশমিক ৬২ শতাংশ। যা দ্বিতীয় প্রান্তিকে ৬ শতাংশ লক্ষ্য করা গেছে।

 

সবমিলিয়ে প্রথম প্রান্তিকে ২ দশমিক ৪৮ শতাংশ দাঁড়িয়েছে দেশটির জিডিপি সংকোচনের হার। আর এমন পরিস্থিতির জন্য করোনা ও জ্বালানির দরপতনকেই দায়ী করছে পরিসংখ্যান ব্যুরো। এর আগে ২০১৬ সালে নাইজেরিয়ার অর্থনীতি দুই দশকের মধ্যে প্রথমবারের মতো মন্দায় পড়েছিল।

news24bd.tv কামরুল

এই রকম আরও টপিক