মনোরম ঐতিহ্য আনন্দ ভূবনে

মনোরম ঐতিহ্য আনন্দ ভূবনে

চন্দ্রানী চন্দ্রা

হংকংয়ের মনোরম ভিক্টোরিয়া হারবারকে ঘিরে প্রায়শই দেখা যায় ঐতিহ্যবাহী চাইনিজ নৌকা ডুকলিং এর ঘুরে বেড়ানো। করোনা মহামারীর মধ্যে ভ্রমণ রুটগুলো পুনরায় সচল ও মুখরিত রাখতে এবং স্থানীয় পর্যটকদের আগ্রহ ধরে রাখতেই হংকংয়ের প্রতীক জাঙ্ক বোটে ভ্রমনের এই আয়োজন করা হয়।

হংকংয়ে চাইনিজ ঐতিহ্যবাহী নৌকাগুলো প্রায়শই ভিক্টোরিয়া হারবারের আশেপাশে দেখা যায়। স্থানীয় পর্যটকদের কাছে হংকং এর প্রতীক নামে জাঙ্ক বোটগুলো পরিচিত।

আরও পড়ুন:


যুবরাজের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের খবর অস্বীকার সৌদির 

তুরস্কের জাহাজে তল্লাশি : ইইউ, জার্মানি ও ইতালির রাষ্ট্রদূতদের তলব


১৯৫৫ সালে এক জেলে নির্মাণ করে নৌকাটি। তার পরিবার নিয়ে সেই ভাসমান নৌকায় থাকত। ১৯৮০ এর দশক থেকে বন্দর ভ্রমণে নৌকা ব্যবহৃত হচ্ছে। ২০১৪ সাল থেকে এটি পরিষেবা হিসাবে ব্যবহার হচ্ছে।

প্রায় দশমাস ধরে সীমান্ত বন্ধ থাকার পর দেশি-বিদেশী পযটকদের টানতে আবারো চালু করা হচ্ছে এই ডুকলিং  নৌকা ভ্রমণ।

ফেব্রুয়ারি থেকে এই এলাকায় দর্শণার্থীর সংখ্যা শতকরা ৯৬ থেকে ৯৯ শতাংশ হ্রাস পেয়েছে। করোনার আগে প্রায় ১০ লাখ বিদেশী পর্যটক আসতো ভাসমান নৌকা ডুকলিং এ ভ্রমণের জন্য।

news24bd.tv কামরুল