এই আমি সেই আমি

এই আমি সেই আমি

জসিম মল্লিক

আমার ভিতরে একটা আলাদা আমি আছে। এই আমি আর সেই আলাদা আমি সম্পূর্ণ ভিন্ন দুটি সত্ত্বা। ভিন্ন অস্তিত্ব। কোনোটার সাথে কোনোটার মিল নাই।

আপাতদৃষ্টিতে এই আমি একজন সামাজিক, বন্ধুবৎসল, পরোপকারী, সন্তান, বন্ধু আর আত্মীয়দের প্রতি দ্বায়িত্ববান, মায়ের জন্য কষ্ট এবং যে লেখক হতে চায়। কিন্তু অন্য আমি একদম আলাদা। সে কিছুই চায় না, লেখক হতে চায় না, ধর্ম নিয়ে বাহাস করতে চায় না, কারো সাথে কোনো প্রতিযোগিতা চায় না, সে কারো আত্মীয় না, যাকে বাঁধা যায় না, ছোঁয়া যায় না, নিজের করা যায় না, যে কারো হয় না কখনো।


আরও পড়ুন: ভর্তি পদ্ধতি নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে


সেই কবে এক কুয়াশা মাখা ভোরে প্রকৃত আমি বাস্তব আমি থেকে আলাদা হয়ে গেছে।

ঘরে ফিরে এসেছিল যে সে অন্য কেউ। মা ছাড়া যা আর কেউ টের পায়নি। সেই আলাদা আমি কেবল পথে বেড়িয়ে পড়তে চায়। বিবাগী হতে চায়। পহাড়, সমুদ্র, নদী, জঙ্গল আর কীট পতঙ্গের সাথে সখ্যতা করতে চায়। পৃথিবীর মানুষের সাথে তার অনেক দুরত্ব। তাদের সাথে কোনো সখ্যতা হয় না। সেই দুঃখী, অভিমানী আর ভুতুরে আমির কাছে সংসার এক যন্ত্রণাময় জায়গা, অর্থহীন জীবন যাপন। প্রতিদিন একটি বৃত্তের মধ্যে ঘুরপাক খাওয়া শুধু..।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর