টিকা নেয়ার ভিড়ে দাড়িয়ে আবার করোনা না হয়ে যায়

টিকা নেয়ার ভিড়ে দাড়িয়ে আবার করোনা না হয়ে যায়

তসলিমা নাসরিন

কোভিড ভ্যাক্সিন তো এসে গেছে, বসন্ত এসে গেছের মতো। এই শীতেই এসে গেছে বসন্ত। ডিসেম্বরের ১১/১২ তারিখ থেকে আমেরিকায় দেওয়া হবে টিকা। ও দেশে তো যার যার ঘরে চিঠি আসবে, কাকে কবে কোথায় ভ্যাক্সিনের জন্য যেতে হবে, তা বলে দেওয়া হবে।

সুতরাং কোনও হুড়োহুড়ি ভিড় ধাক্কাধাক্কির ব্যাপার নেই। বয়স বেশি যাদের, রোগ শোক বেশি যাদের, তাদের দেওয়া হবে আগে। সুস্থদের তার পর।  

কিন্তু আমাদের অঞ্চলের কী দশা হবে? এখানে তো মনে হচ্ছে মাথা গুণে চিঠি পাঠানো মুশকিল হবে।

কোভিডের টিকা নেওয়ার ভিড়ে দাঁড়িয়ে আবার কোভিড না হয়ে যায়।

এখন তো ভ্যাক্সিন ট্যুরিজম শুরু হয়েছে। রীতিমত প্যাকেজ ট্যুর। বোম্বে -নিউইয়র্ক। হোটেল ৪ দিন, ৩ রাত, ভ্যাক্সিন। নিউইয়র্ক-বোম্বে। ১ লাখ ৮০ হাজার টাকায় এই প্যাকেজ  কিনতে হবে।


আরও পড়ুন: এই আমি সেই আমি


অক্সফোর্ড ভ্যাক্সিন আসছে ভারতে। কিন্তু আমেরিকায় পাওয়া যাবে ফাইজার আর মডেরনার ভ্যাক্সিন। অক্সফোর্ড ভ্যাক্সিন ৭০% কার্যকর, আর ফাইজার মডেরনা ৯৫%। কোন ভ্যাক্সিন চাই? নিশ্চয়ই যে ভ্যাক্সিনের কার্যকারিতা বেশি। তাহলে আমেরিকায় চলো। কিন্তু মুশকিল হলো কে গ্যারেন্টি দেবে যাত্রা পথে করোনা ধরবে না?

news24bd.tv আহমেদ