চাকর হয়েই দিন কাটছে, আহারে জীবন...

চাকর হয়েই দিন কাটছে, আহারে জীবন...

আমিনুল ইসলাম

গরীব হয়ে জন্মানোর সব চাইতে বড় সমস্যা হচ্ছে রুটি-রুজি'র চিন্তা করতে হয়। জীবিকার প্রয়োজনে চাকরি করতে হয়। আমি একজন আজন্ম চাকর। সেই কবে থেকে চাকরি শুরু করেছি; করেই যাচ্ছি।

 

বেঁচে থাকতে হবে তো। নইলে থাকবো কোথায়! খাব কি! অসুস্থ হলে চিকিৎসা পাবো কি করে! আহারে জীবন... একটা জীবন কেটে যাচ্ছে এইসব ভেবে ভেবে। হতে চেয়েছিলাম লেখক। চিন্তা করবো।

সেই চিন্তা কিংবা মনের ভাব, লেখার মাধ্যমে প্রকাশ করবো। আর হয়ে গেলাম দুই পয়সার চাকর।


আরও পড়ুন: টিকা নেয়ার ভিড়ে দাড়িয়ে আবার করোনা না হয়ে যায়


চাকর হয়ে কি আর লেখালেখি করা সাজে! এতো সময় কোথায়? লেখালেখি যে খাবার দেয় না! খাবার না পেলে বাঁচব কি করে? গরীব হয়ে জন্মানো আমার এই চাকর মন যে উড়ে বেড়াতে চায়, পৃথিবী দেখতে চায়, লিখতে চায় তার ভাবনা গুলো। কিন্তু থাকবো কোথায়? খাবো কি? কিংবা চিকিৎসা? শুরু হয় আবারও চাকর জীবন। এ এক অনন্ত পথ চলা। আহারে জীবন ...।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর