দত্তক কন্যা জানতে চাইল মা-বাবার কথা, কি উত্তর দিলেন সুস্মিতা

দত্তক কন্যা জানতে চাইল মা-বাবার কথা, কি উত্তর দিলেন সুস্মিতা

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের এমন সাহসী উদ্যোগের কথা হয়তোবা অনেকই অজানা। রেনি এবং আলিশাকে অনেকেই সুস্মিতার মেয়ে হিসেবে জানলেও আসলে তাদের দুজনকে দত্তক নিয়েছেন তিনি।

সুস্মিতা ১৯ বছরে মিস ইউনিভার্স হওয়ার পর ২৪ বছর বয়সে এই সাহসী পদক্ষেপ নিয়ে রেনিকে দত্তক নেন।

news24bd.tv

সুস্মিতা জানান, রেনি যখন তাঁকে জিজ্ঞাসা করেছিল, ওর আসল মা, বাবার ব্যাপারে, তখন তিনি রেনিকে বলেন, তার আসল বাবা, মায়ের নাম আদালত জানে কিনা সেটা তিনি বলতে পারবেন না।

তবে কিছু তথ্য একটি খামে মুড়ে রাখা আছে। যেটা সম্পূর্ণ রেনির নিজস্ব সম্পত্তি। এবং যখন রেনি ১৮ বছরের হবে, তখন সেই খাম তাকে দেওয়া হবে।

news24bd.tv


আরও পড়ুন: পরীমণিকে এবার দেখা যাবে বীরকন্যা প্রীতিলতার চরিত্রে


সুস্মিতা বললেন, ‘‌আমি ওকে ভুল তথ্য দিতে চাইনি, কারণ আমি চাইনি ও ওখানে গিয়ে দুঃখ পাক।

আমি ওকে বলেছি, যখনই ও প্রস্তুত হবে, তখনই আমি ওকে নিয়ে যাব সেখানে, আমরা যাবই। ’‌ সুস্মিতা জানালেন, এরপরই রেনি বলেছিল সে আর কখনও আসল সত্য জানতে চায় না, কারণ তার কাছে তার মা সুস্মিতাই। সুস্মিতা বললেন, রেনি যখন ১৮ বছর পূর্ণ করে, তখন সে তাঁকে বলেছিল, সে কখনও ওই আসল সত্য জানতে চায় না।

news24bd.tv আহমেদ