বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: বাইডেন

বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: বাইডেন

অনলাইন ডেস্ক

নিজ মন্ত্রিসভার ৬ সদস্যের নাম ঘোষণা করে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রনীতি নিয়ে নিজের পরিকল্পনা প্রকাশ করলেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, বিশ্বের নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্র আবারো প্রস্তুত। নতুন দলকে পরিচয় করিয়ে এমনটাই জানান তিনি।

জাতীয় সুরক্ষা নিয়ে নিজের পরিকল্পনা প্রকাশ করে বাইডেন বলেন, তার নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মনোবল এবং বিশ্বাসকে আবারও পুনর্গঠন করবে।


আরও পড়ুন: খাশোগি হত্যা মামলা: আরো ৬ সৌদি নাগরিক সন্দেহের তালিকায়


ব্লিঙ্কেন ছাড়াও এবার বাইডেনের দলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে জেইক সুলিভান ও জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন লিন্ডা টমাস গ্রিনফিল্ড।  

এদিকে, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে রাজি হয়েছেন। প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় যা করার তাই করতে নিজের দলকে ইঙ্গিত দিয়েছেন তিনি।

news24bd.tv নাজিম