গৃহবধূকে গণধর্ষণের দা‌য়ে তিনজনের মৃত্যুদণ্ড

গৃহবধূকে গণধর্ষণের দা‌য়ে তিনজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

শরীয়তপু‌রের ডামুড‌্যা উপ‌জেলায় এক গৃহবধূকে দলবেঁধে গণধর্ষণের দা‌য়ে তিনজনের মৃত্যুদণ্ডা‌দেশ দি‌য়ে‌ছেন আদালত।

আজ দুপুরে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ: ছালাম খান এ আদেশ দেন। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।


আরও পড়ুন: ঘুষ ছাড়া কাজ হয় না শিবচর উপজেলা ভূমি অফিসে


দণ্ডপ্রাপ্তরা হলেন- শরীয়তপুরের গোসাইরহাট উপ‌জেলার মধ‌্য কোদালপুর গ্রা‌মের মৃত লুৎফুল খ‌বিরের ছে‌লে মো. মো‌র্শেদ উ‌কিল (৫৬), ডামুড‌্যা উপ‌জেলার চর ‌ঘো‌রোয়া গ্রা‌মের মৃত খোর‌শেদ মুতাইতের ছে‌লে আব্দুল হক মুতাইত (৪২) ও দাইমী চর ভয়রা গ্রা‌মের মৃত ম‌জিত মুতাই‌তের ছে‌লে ‌মো. জা‌কির হো‌সেন মুতাইত (৩৩)।

রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। অন্য ৯ জন‌ আসামি দোষী সাব্যস্ত না হওয়ায় তা‌দের বেকসুর খালাস দেয়া হয়।

উল্লেখ্য, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চরভয়রা উকিলপাড়া গ্রামে হাওয়া বেগমকে ২০১৯ সালের ২০ জানুয়ারি ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পাশের ঘরে ফেলে রেখে যায়। ১ বছর ১০ মাস পরে এ মামলার রায় ঘোষণা দিলেন আদালত।

news24bd.tv নাজিম