লটারিতে ভাগ্য বদলে গেল চা শ্রমিকের

লটারিতে ভাগ্য বদলে গেল চা শ্রমিকের

অনলাইন ডেস্ক

এক লটারিতে ভাগ্য বদলে গেল এক শ্রমিকের। রাতারাতি কোটিপতি হয়ে গেছেন ভারতের পশ্চিমবঙ্গের ওই শ্রমিক।

ভারতীয় গণমাধ্যমের খবর, রবিবার রাত ৮টার দিকে তিস্তা নদীর তীরবর্তী টোটগাঁও এলাকায় খবর ছড়িয়ে পড়ে কেউ একজন লটারিতে কোটি টাকা জিতেছেন। এতে এলাকাজুড়ে তোলপার শুরু হয়।

সবাই লটারি বিজয়ীকে খুঁজতে শুরু করে। সেমাবার সকালে সন্ধান মেলে তার।  

জানা গেছে, পেশায় চা শ্রমিক বলবাহাদুর রায় নামে এক ব্যক্তি কোটি টাকা জিতেছেন। যদিও রবিবার রাতে সে খবর জেনে গেছেন তিনি।

 


আরও পড়ুন: চুলের রুক্ষতা দূর করতে কার্যকরী ৪টি পদ্ধতি


বলবাহাদুর জানান, রাতে খবর পাওয়ার সারারাত তিনি ঘুমাতে পারেননি। নিরাপত্তার জন্য গ্রামের কিছু যুবক তাকে অন্য জায়গায় নিয়ে যায়। গোটা রাত সেখানেই ছিলেন তিনি।

তিনি বলেন, ‘আমি দৈনিক ১৭০ ‍রুপি আয় করি। স্বপ্নেও ভাবিনি কোনাদিন কোটিপতি হয়ে যাব। এমনিতেই কী মনে করে ১৫০ রুপি দিয়ে টিকিটটা কিনেছিলাম।

এই বিপুল অর্থ কী করবেন? বাহাদুর জানান, লটারিতে পাওয়া টাকা দিয়ে তিস্তা নদীর ভাঙন থেকে কৃষিজমি রক্ষায় ব্যয় করবেন। কোটিপতি শ্রমিকের উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

news24bd.tv নাজিম