গোলাপী ঘাস ফুল

গোলাপী ঘাস ফুল

গোলাপী ঘাস ফুল

অনলাইন ডেস্ক

গোলাপী ঘাস ফুল। এটি কন্দক জাতীয় লিলি পরিবারভুক্ত গাছ। এদের ইংরেজি নাম Rosy Rain lily, Rose Fairy Lily, Rose Zephyr Lily বা pink rain lily। এই প্রজাতিটি বাগানের বাহারি উদ্ভিদ হিসেবে বাগানের জন্য লাগানো হয়ে থাকে।

গোলাপী ঘাস ফুল শুধু বর্ষাতে ফোটে; হয়তো তাই এর নাম বৃষ্টি লিলি। সব লিলিই ভূঁই ফোড় শ্রেনীর কারণ এই ধরনের ফুল গাছের ডাল থেকে হয় না, মাটি ফুঁড়ে ফুলের স্টিক বেরোয়।


আরও পড়ুন: জয় পেয়েছে বড় দলগুলো


এদের ফুল সাদা, হলুদ ও গোলাপী রঙের হতে পারে। সাদার উপরে খয়েরী ডোরা আঁকা একটি প্রজাতিও পাওয়া যায়।

গোলাপী ঘাস ফুলে এক ধরনের ক্যাটারপিলার হয় ঝাঁকে ঝাঁকে। পাতা খেয়ে শেষ করে ফেলে। এগুলো এক প্রকার মথের ক্যাটারপিলার। তার নাম লিলি মথ। এই লিলি মথের লার্ভাগুলি শালিকের প্রিয় খাদ্য।

news24bd.tv নাজিম