ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নে খলিফাপাড়া ভেলার হাট পাকা রাস্তার প্রায় ২০টি সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, আখানগর ইউনিয়নের খলিফা পাড়া শামসুদ্দিনের (নুনু) ছেলে শহিদুল ইসলাম (৩৬) ভেলার হাট পাকা সড়কে প্রায় ২০টি ইউক্যালিপটাস গাছ অবৈধভাবে কেটেছে। যার বাজার মূল্য প্রায় ১ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: 


সিঙ্গাপুরে বসে বাংলাদেশে হামলার পরিকল্পনা


শহিদুল ইসলাম জানান, আমি গাছ লাগিয়েছি, আবার আমিই কেটেছি।

এতে আমি কাউকে জানানোর প্রয়োজন মনে করি না। স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না।

ইউপি ভূমি কর্মকর্তা রমেশ বাবু জানান, গাছ কাটার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। কিন্তু অবৈধভাবে গাছ কাটতে বাধা দেওয়া হলে শহিদুল আমার কথার কোনো তোয়াক্কা না করে গাছ কাটতে থাকেন।

 

এ ব্যাপারে জেলা সহকারী ভূমি কমিশনার কামরুল হাসান সোহাগ বলেন, অবৈধভাবে গাছ কাটার বিষয়টা আমি শুনেছি। তদন্ত সাক্ষেপে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

news24bd.tv কামরুল