রাশিয়ার ধাওয়ায় পালাল যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক

জাপান সাগরে রাশিয়ার জলসীমার ভেতর ঢুকে পড়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারকে রুশ যুদ্ধজাহাজ ধাওয়া দিয়ে তাড়িয়েছে বলে দাবি করেছে মস্কো।

মঙ্গলবার ইউএসএস জন ম্যাক কেইন নামের ওই মার্কিন নৌযানটি পিটার দ্য গ্রেট গালফ সমুদ্রসীমার দুই কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের উপস্থিতি টের পেয়ে রুশ নৌযান অ্যাডমিরাল ভাইনো গ্রাদভ প্রথমে মৌখিকভাবে সতর্ক করেন।

এরপরও রুশ জলসীমা না ছাড়লে তারা ইউএসএস ম্যাক কেইনকে আঘাত করারও হুমকি দেওয়া হয়।

হুমকির পর মার্কিন নৌযানটি আন্তর্জাতিক জলসীমায় ফিরে যায় বলে মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

তবে রাশিয়ার এ দাবি উড়িয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী। জাপান সাগরে তাদের নৌযান অন্যায় কিছু করেনি এবং তাদেরকে ধাওয়া দেওয়া হয়নি বলেও দাবি করেছে তারা।

‘প্রথম সন্তানকে দু’হাতে ধরা অবস্থাতেই বুঝেছি দ্বিতীয় সন্তান হারাচ্ছি’

অবশ্য রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ ধরনের ঘটনা বিরল বলে জানিয়েছে বিবিসি।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর