সাতক্ষীরায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দেয়াড়া গ্রামে মোসলেম উদ্দীন নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৫ নভেম্বর বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোসলেম উদ্দীন (৬৫) দেয়াড়া গ্রামের মৃত নঈমুদ্দীনের ছেলে।

আরও পড়ুন: 


শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও সপ্তাহে ক্লাস হবে ৩-৪ দিন

সিঙ্গাপুরে বসে বাংলাদেশে হামলার পরিকল্পনা


কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, মোসলেম উদ্দীন তার স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকতেন।

মঙ্গলবার তার স্ত্রী বাড়িতে ছিলেন না। তাই রাতে পার্শ্ববর্তী মেয়ের বাড়ি থেকে খেয়ে বাড়িতে ঘুমাতে যান মোসলেম। সারাদিন আর খাওয়ার জন্য না যাওয়ায় সন্ধ্যার আগে তার মেয়ে বাবাকে খুঁজতে বের হন।

ওসি বলেন, পরে বাড়ি গিয়ে গেট ভেঙে ভিতরে ঢুকে দেখেন বাবার রক্তমাখা মরদেহ কাঁথা দিয়ে ঢাকা রয়েছে।

নিহতের গলাকাটা ছিল। ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি অনুসন্ধান এবং হত্যাকারীদের শনাক্তে মাঠে নেমেছে পুলিশ।

news24bd.tv কামরুল