পাকিস্তানে ধর্ষকের পুরুষাঙ্গ অকেজো করে দেওয়ার সিদ্ধান্ত

পাকিস্তানে ধর্ষকের পুরুষাঙ্গ অকেজো করে দেওয়ার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

ধর্ষণের ঘটনায় কঠোর শাস্তির অনুমোদন দিয়েছে পাকিস্তানের মন্ত্রিসভা। ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন এবং শাস্তি হিসেবে ধর্ষণকারীর ফাঁসি ও রাসায়নিক খোঁজাকরণের কথা বলা হয়েছে।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খানের অনুমোদন মিলেছে বলে মঙ্গলবার জানিয়েছে পাক সংবাদমাধ্যম জিও টেলিভিশন।

সংবাদমাধ্যমের খবর, ধর্ষণের মামলাগুলোকে ফাস্ট ট্র্যাক আদালতে বিচার করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাতে অপরাধীদের শাস্তি পেতে অযথা দেরি না হয়। তবে এ ব্যাপারে কোনো সরকারি ঘোষণা এখনও হয়নি।

পরে শাসকদল তেহরিক-ই-ইনসাফের সেনেটর ফয়জল জাভেদ খান তাঁর টুইটে জানিয়েছেন, ধর্ষণ দমনে নতুন আইনের খসড়া অনুমোদনের জন্য শীঘ্রই পেশ করা হবে পাক পার্লামেন্টে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী শিবলী ফারাজ এক সংসাদ সম্মেলনের মাধ্যমে মন্ত্রিসভার অনুমোদনের কথা জানান।

‘মন্ত্রিসভা ধর্ষণবিরোধী অধ্যাদেশ অনুমোদন করেছে, এতে ধর্ষণের যে প্রাথমিক সংজ্ঞা ছিল তাতে পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের ঘটনায় ধর্ষণকারীদের ফাঁসিসহ কঠোর সব শাস্তির অনুমোদন দেওয়া হয়েছে’ বলেন মন্ত্রী।

এক সপ্তাহের মধ্যে এই অধ্যাদেশ চূড়ান্ত করা হবে বলেও আভাস দেন তিনি।

জিও টেলিভিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান বৈঠকে বলেছেন, গুরুত্বপূর্ণ এ বিষয়ে যেন কোনও বিলম্ব না হয়। নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।

আরও পড়ুন: ‘প্রথম সন্তানকে দু’হাতে ধরা অবস্থাতেই বুঝেছি দ্বিতীয় সন্তান হারাচ্ছি’

ইমরান জানিয়েছেন, নতুন আইনে কোনও অস্বচ্ছ্বতা থাকবে না। আইন কঠোর হবে। বিচার প্রক্রিয়াও হবে দ্রুততর। ধর্ষিতারা যাতে নির্ভয়ে ঘটনার অভিযোগ জানাতে পারেন পুলিশ ও প্রশাসনের কাছে সে দিকেও নজর রাখা হবে। ধর্ষিতাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। ধর্ষিতাদের পরিচয় গোপন রাখা হবে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর