করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে: শিক্ষা মন্ত্রণালয়
কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। অভিনয়ের বাইরে একজন এমপি তিনি। রাজনীতি ও অভিনয় সমানতালে চালিয়ে যাচ্ছেন নুসরাত। বছর ব্যাপী নানা কারণে সমালোচনার শিকার হতে হয় তাকে।
অবশ্য সামাজিক কাজের জন্যও প্রশংসিত তিনি। অসহায় মানুষের পাশে সব সময়ই দাঁড়িয়েছেন এই অভিনেত্রী।
ভক্তদের জন্য সুখবর হলো এবার প্রকাশ্যে নুসরাত জাহানের নতুন ছবি ‘ডিকশনারি’র লুক। প্রাচ্য-পাশ্চাত্য যে পোশাকেই সাজুন, সাংসদ-তারকা সব সময়েই অপরূপা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে তিনি খোলা চুলে, হলুদ শাড়িতে। মাঝ কপালে ছোট্ট টিপ, অল্প গয়নায়, মেকআপহীন নুসরাত যথারীতি নজর কেড়েছেন সবার। নায়িকার ভক্তরা সেই ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ। এই ছবিটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু। ‘রাস্তা’, ‘তিস্তা’, ‘তারা’ তিনটি ছবি পরিচালনার ন'বছর পরে ‘ডিকশনারি’ দিয়ে আবার পরিচালনায় ফিরেছেন তিনি।
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’, হানা দিতে পারে মাঝরাতে
চলতি বছরের জানুয়ারি মাসেই জানা গিয়েছিল, মুখ্য চরিত্রে অভিনয় করবেন নুসরত এবং আবীর চট্টোপাধ্যায়।
নুসরতের ‘প্রাক্তন’ প্রেমিক পরমব্রত চট্টোপাধ্যায়। বুদ্ধদেব গুহ-র দু'টি ছোট গল্প ‘বাবা হওয়া' ও ‘স্বামী হওয়া' অবলম্বনে তৈরি মন্ত্রী-অভিনেতা-পরিচালকের নতুন ছবি।
ফেব্রুয়ারিতে শুরু হয় ছবির শ্যুটিং। বোলপুরে টানা কিছুদিন পরিচালক শ্যুট করেছিলেন আবীর-নুসরত-পরমব্রতকে নিয়ে।
শান্তিনিকেতনে নুসরত এসেছেন, এই খবরে মানুষের ঢল নেমেছিল বোলপুরে। সাংসদকে একবার চোখের দেখা দেখতে আট থেকে আশি ভিড় জমিয়েছিলেন। অনুরাগীদের সঙ্গে একটি দিন কিছুক্ষণ সময়ও কাটিয়েছিলেন তিনি।
মজা করেছিলেন, ‘সেলফি না আইসক্রিম’? প্রশ্ন তুলে।
আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও, বিয়ের পর মুক্তি মিলল যুবকের
পরে কাউকেই যদিও নিরাশ করেননি তারকা। নুসরতের সোশ্যাল পেজ থেকে জানা গেছে, সেলফির পাশাপাশি তিনি আইসক্রিমও খাইয়েছিলেন উপস্থিত প্রায় সবাইকে।
এর পরেই আচমকা করোনা হানা। শ্যুট বন্ধ রাখতে বাধ্য হন ব্রাত্য। পুজোর পরে শেষ হয়েছে সেই শ্যুটিং।
আরও পড়ুন: ‘প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্ক কেমন’ বলে গ্রেপ্তার বাইকচালক
news24bd.tv তৌহিদ
মন্তব্য