বিদায় হে ফুটবলের রাজপুত্র

বিদায় হে ফুটবলের রাজপুত্র

মহিউদ্দিন খান মোহন

মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মৃত্যুসংবাদটি জানার পর থেকে মনে হচ্ছে আমার অত্যন্ত কাছের কোনো আপনজনের মৃত্যু হয়েছে। অথচ তার সাথে আমার রক্তের, আত্মীয়তার, এমন কী জাতীয়তারও কোনো সম্পর্ক-সম্বন্ধ নেই। আমি জানি আমার মতো অনুভূতি আজ বাংলাদেশের প্রায় সব মানুষের।

একজন ভিনদেশি মানুষ, যার সাথে কখনো দেখা হয়নি, কথা হয়নি, পরিচয় হয়নি, শুধুমাত্র তার গুণের কারণে এতটা আপনজনে পরিণত হতে পারেন, বাংলাদেশে ম্যারাডোনার জনপ্রিয়তা না দেখলে তা বোঝার উপায় নেই।

পাকিস্তানে ধর্ষকের পুরুষাঙ্গ অকেজো করে দেওয়ার সিদ্ধান্ত

আর্জেন্টিনার এই ফুটবল শিল্পী আজ বিশ্বের কোটি কোটি ভক্তের হৃদয় ভেঙে দিয়ে পরপারে চলে গেলেন! ফুটবলখেলাও যে একটি শিল্প হয়ে উঠতে পারে, তা ম্যারাডোনার পায়ের জাদু যারা দেখেননি, তারা কল্পনাও করতে পারবেন না।

বিদায় ম্যারাডোনা, বিদায় হে ফুটবলের রাজপুত্র। তোমাকে অভিবাদন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর