আমার পাগল জিনিয়াস চিরশান্তিতে থেকো: ম্যারাডোনার বিদায়ে গাঙ্গুলী

আমার পাগল জিনিয়াস চিরশান্তিতে থেকো: ম্যারাডোনার বিদায়ে গাঙ্গুলী

অনলাইন ডেস্ক

ব্যাট হাতে আন্তর্জাতিক মঞ্চ মাতালেও সৌরভ গাঙ্গুলী বরাবর জানিয়ে এসেছেন যে, তাঁর প্রথম পছন্দ ফুটবল। বহুবার তিনি এটাও জানিয়েছেন যা, তাঁর স্বপ্নের নায়ক হলেন দিয়েগো ম্যারাডোনা। সেই নায়কের হঠাৎ মৃত্যুতে শোকাহত বিসিসিআই সভাপতি। এমন ঘোর দুঃসংবাদ পাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের শোক প্রকাশ করেন মহারাজ।

টুইটারে সৌরভ কলকাতায় ম্যারাডোনার সঙ্গে একই মঞ্চে থাকা নিজের একটি ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, ‘আমার নায়ক আর নেই। আমার পাগল জিনিয়াস চিরশান্তিতে থেকো। আমি তোমার জন্যই ফুটবল দেখতাম।

'


আরও পড়ুন: শান্তিতে ঘুমান গুরু: ম্যারাডোনার বিদায়ে রোনালদো


আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা আজ হৃদরোগে  আক্রান্ত হয়ে মারা গেছেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। এর আগে বেশ কয়েক দিন অসুস্থ ছিলেন তিনি।

বিশ্বকে শোকে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। বুধবার (২৫ নভেম্বর) তিগ্রে-তে নিজ বাসায়  হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

news24bd.tv নাজিম