ম্যারাডোনার হাতে চে গুয়েভারা ও পায়ে ফিদেল কাস্ত্রোর ট্যাটু ছিলো, কিন্তু কেন?

ম্যারাডোনার হাতে চে গুয়েভারা ও পায়ে ফিদেল কাস্ত্রোর ট্যাটু ছিলো, কিন্তু কেন?

অনলাইন ডেস্ক

ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বাণিজ্যিক দাপটে খেলাধুলার জগতও এখন একটা ঘেরাটোপের মধ্যে চলে। দুনিয়া কাঁপানো ক্রীড়া সেলিব্রেটিরা সেকারণেই কোন রাজনৈতিক বিষয়ে মত জানাতে থাকেন আড়ষ্ট। তাদের চলতে হয় কতগুলো নিয়মের মধ্যে।

 

ম্যারাডোনা এসব তোয়াক্কা করতেন না। বাণিজ্যিক মোড়লদের চোখ রাঙানি এড়িয়ে ফিদেলের রাজনৈতিক মতাদর্শ অনেকবারই প্রচার করতে দেখা গেছে তাকে। ভুল হোক, ঠিক হোক ম্যারাডোনা তার চিন্তার জায়গায় ছিলেন স্পষ্টবাদী। রাখঢাক করতে দেখা যায়নি তাকে।

আরও পড়ুন: শান্তিতে ঘুমান গুরু: ম্যারাডোনার বিদায়ে রোনালদো

যে বা পা দিয়ে মোহাবিষ্ট করে রেখেছিলেন গোটা দুনিয়াকে। সেই পায়েই ম্যারাডোনা খোদাই করেছিলেন ফিদেলের ট্যাটু। আর হাতে করেছিলেন আর্নেস্টো চে গেভেরার ট্যাটু।

তার চেতনায় ছেয়ে ছিল সমাজবাদ আর পুঁজিবাদের বিরুদ্ধে তীব্র ঘৃণা। বিশ্লেষকদের ধারণা হয়তো এই বিষয়টিকে তুলে ধরতেই ওই দুই কিংবদন্তির ট্যাটু এঁকে রেখেছিলেন তিনি।

news24bd.tv নাজিম