চসিক নির্বাচনে সেনা মোতায়েন হবে না: সিইসি
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই একটি টেক্সটাইল কোম্পানির শ্রমিক বলে জানা গেছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার সকালে সাও পাওলো শহর থেকে ২১৭ মাইল পশ্চিমে তাগুয়াই এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
শ্রমিকবাহী ওই বাসটিতে ৫০ শ্রমিক ছিলো বলে জানা গেছে। তারা সবাই কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন।
স্থানীয় উদ্ধারকর্মীরা জানান, ঘটনাস্থলেই ৩৭ জন নিহত হয়েছেন। বাকি তিনজন মারা যান জরুরি সেবা কেন্দ্রে।
আরও পড়ুন: ম্যারাডোনার মৃত্যুতে মন কাঁদছে শাহরুখেরও
সাও পাওলোর গভর্নর জোয়াও দোরিয়া এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে। তিনি আরও জানান, ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার, আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধবের প্রতি সমাবেদনা জ্ঞাপন করছি।
news24bd.tv আহমেদ
মন্তব্য