দেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

দেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

অনলাইন ডেস্ক

বেশ কিছুদিন করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও বর্তমানে আবারো আশঙ্কাজনকভাবে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ২৯২ জন।

গত মার্চের শুরুর দিকে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৫২৪ জনে।


আরও পড়ুন: সন্ধ্যা ৭টার পর অপ্রাপ্ত বয়স্কদের বাইরে বের হওয়া নিষেধ


গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি ল্যাবে ১৭ হাজার ৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৭ লাখ ১৩ হাজার ২০২টি নমুনা। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জন হল। এর মধ্যে ২ হাজার ২৭৪ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক   সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক