কুয়েতে আকামা নবায়নের সুযোগ

কুয়েতে আকামা নবায়নের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

শর্ত সাপেক্ষে আকামা নবায়নের সুযোগ দিয়েছে কুয়েত সরকার। এ লক্ষ্যে ১ জানুয়ারির আগে যাদের আকামার মেয়াদ শেষ হচ্ছে তারা নির্দষ্ট জরিমানা পরিশোধ করে এ সুযোগ গ্রহণ করতে পারবেন।

তাই আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে কুয়েতে বসবাসরত রেসিডেন্সি আইন লংঘনকারী অর্থ্যাৎ আকামাবিহীন বা অবৈধ প্রবাসীদের দ্রুত জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর আকামা লংঘনকারীরা যদি দেশ ছাড়তেও চান তবুও তাদের এই অর্থদণ্ড দিয়ে যেতে হবে বলে জানানো হয়।

নয়তো তাদের কুয়েত ছাড়ার অনুমতি দেয়া হবে না বলেও সতর্ক করা হয়।


আরও পড়ুন: প্রাপ্ত বয়স্ক নারীরা যার সঙ্গে যেখানে খুশি থাকতে পারবে: দিল্লি হাইকোর্ট


তবে ২০২০ সালের ১ জানুয়ারির আগে যাদের কাজের চুক্তি বা আকামার মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোন জরিমানা ছাড়াই কুয়েত ত্যাগ করতে পারবেন। এক্ষেত্রে তারা পরবর্তীতে ফিরে আসার অনুমতিও পাবেন। এছাড়াও কুয়েতে অবস্থানরত প্রবাসীরাই শুধু নন, করোনা মহামারিতে দেশে আটকেপড়া প্রবাসী কর্মীরাও জরিমানা দিয়ে আকামা নবায়নের সুযোগ পাবেন।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক