ইরানের সঙ্গে ভালো সম্পর্ক বিরাজ করছে: ইমরান খান

ইরানের সঙ্গে ভালো সম্পর্ক বিরাজ করছে: ইমরান খান

অনলাইন ডেস্ক

ইরানের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক বিরাজ করছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি লাহোরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

ইমরান বলেন, তার সরকার আঞ্চলিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারে সফল হয়েছে। প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ বেড়েছে।

তিনি ইরানের সঙ্গে সুসম্পর্কের কথা তুলে ধরার পাশাপাশি আফগানিস্তান, ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যুতেও তার দেশের নীতি ব্যাখ্যা করেন।

সম্প্রতি ইমরান খান প্রতিবেশী দেশ আফগানিস্তান সফর করেছেন।

তিনি লাহোরে সংবাদ সম্মেলনে আরও বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য চাপ থাকলেও ইসলামাবাদ এ ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না।

এ সময় তিনি দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারীদের সমালোচনা করেন।

গত মাসেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পাকিস্তান সফর করেছেন।

ইমরান খান ক্ষমতায় আসার পর এ নিয়ে চার বার পাকিস্তান সফর করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

মাওলানাকে বিয়ে করার কারণ জানালেন সানা খান

দুই মুসলিম দেশ ইরান ও পাকিস্তানের মধ্যে বিশাল যৌথ সীমান্ত রয়েছে।

সীমান্তে সন্ত্রাসী তৎপরতা মোকাবেলায় দুই দেশ পরস্পরকে সহযোগিতা করছে বলে জানা গেছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর