চলচ্চিত্র উন্নয়নে ১ হাজার কোটি টাকা তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর, দেশীয় ঐতিহ্য বজায় রেখে আধুনিক চলচ্চিত্র নির্মানের আহ্বান
নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকার মৃদুলা ছাত্রীনিবাস থেকে মৌমিতা (২৫) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সিংড়া উপজেলার আয়াশ গ্রামের মাহাবুবুর রহমানের মেয়ে মৌমিতা মৃদুলা ছাত্রীনিবাসের তিনতলার একটি কক্ষে একাই
থাকতো।
বৃহস্পতিবার সকাল থেকে তাকে দেখতে না পেয়ে ছাত্রীনিবাসের অন্য ছাত্রীরা রুমে সামনে যায়। বন্ধ দরজা ফুটো দিয়ে মৌমিতার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ছাত্রীনিবাসের মালিককে জানান। পরে পুলিশ এসে দরজা কেটে লাশ উদ্ধার করে। মৌমিতা নাটোরের বনপাড়া ফজিলাতুন নেসা মুজিব অনার্স কলেজের অনার্স শেষবর্ষের ছাত্রী।
আরও পড়ুন: ৬ গর্ভবতী স্ত্রীকে নিয়ে বিয়ের আসরে স্বামী!
নাটোর সদর থানার ওসি জাঙ্গাঙ্গীর আলম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
news24bd.tv তৌহিদ
মন্তব্য