রাজধানীতে লাইসেন্সবিহীন হাসপাতাল পরিচালনায় দুজনকে কারাদণ্ড

রাজধানীতে লাইসেন্সবিহীন হাসপাতাল পরিচালনায় দুজনকে কারাদণ্ড

অনলাইন ডেস্ক

রাজধানীর জুরাইন এলাকায় লাইসেন্সবিহীন হাসপাতাল পরিচালনার দায়ে দুজনকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।  

আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে দুজনকে কারাদণ্ডাদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন।

আরও পড়ুন:


‘ইসরাইলের সঙ্গে চুক্তি করেও নিরাপত্তা আসবে না’

অনশন করে স্ত্রীর স্বীকৃতি মিলল মেহেরিনের


ওয়ালিদ হোসেন বলেন, জুরাইন এলাকার জীনোম হাসপাতালে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে (২৬) এক বছরের বিনাশ্রম ও ইমদাদুল খাঁনকে (৩৭) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।

লাইসেন্স ছাড়া হাসপাতাল পরিচালনা করে ভোক্তার স্বাস্থ্য, অর্থ ও জীবন হানির আশঙ্কা সৃষ্টির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ দণ্ডাদেশ দেওয়া হয় বলেও জানান ওয়ালিদ হোসেন।

news24bd.tv কামরুল