হুমায়ুন সাদেক চৌধুরী আর নেই

হুমায়ুন সাদেক চৌধুরী আর নেই

অনলাইন ডেস্ক

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য হুমায়ুন সাদেক চৌধুরী আর নেই। তিনি আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুু-বান্ধব এবং গুণগ্রাহী রেখে গেছেন।


 
হুমায়ুন সাদেক চৌধুরী বেশ কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। আজ হঠাৎ করে শারীরিক অসুস্থ’তা আরও বাড়লে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির উদ্যোগ নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তিনি না ফেরার দেশে চলে যান।

আগামীকাল শুক্রবার নামাজে জানাজার পর তাকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


 
সিনিয়র সাংবাদিক হুমায়ুন সাদেক চৌধুরী অর্থনীতি প্রতিদিনের সাবেক বার্তা সম্পাদক ছিলেন।

এ ছাড়াও তিনি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি নিয়মিত সাহিত্য চর্চা করতেন। তার উল্লেখযোগ্য প্রকাশনা হলো, এক কিশোরের মন (কিশোর কবিতা), অচেনা মানুষ অজানা কথা।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে হুমায়ুন সাদেক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর