কুয়েতে আটক এমপি পাপুলের মামলার শুনানি শেষ, রায় ২৮ জানুয়ারি

কুয়েতে আটক এমপি পাপুলের মামলার শুনানি শেষ, রায় ২৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

কুয়েতে মানব পাচার, মানি লন্ডারিং সহ বেশ কিছু মামলায় আটক বাংলাদেশের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষে প্রাক্তন উপসচিব, শেখ মাজন আল-জাররাহ, নওয়াওয়াফ আল-মুতাইরি, এবং  হাসান আল-খাদেরকে ২০ হাজার দিনার জামানতে জামিন দেওয়া হয়।

৬ গর্ভবতী স্ত্রীকে নিয়ে বিয়ের আসরে স্বামী!

একই মামলার আরো অন্য আসামি এমপি কাজী শহিদ ইসলাম পাপুল, রাশেদুল এবং মাহবুব সহ পাঁচজনকে ২৮ জানুয়ারি  মামলার রায় শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর