যে আমল করলে অভাব দূর হয়

যে আমল করলে অভাব দূর হয়

অনলাইন ডেস্ক

আমরা সবাই চাই আর্থিকভাবে স্বচ্ছলতা অর্জন করতে। কিন্তু সবাই সেটা অর্জন করতে পারে না। দেখা যায় সামান্য পরিশ্রমে কারো জীবন বদলে গেছে। কিন্তু কঠোর পরিশ্রমেও অনেকের অভাব দূর হয় না।

সুখ-দুঃখ, সবই আল্লাহ তায়ালার পক্ষ থেকে। তিনিই দান করতে পারেন সফলতা। দূর করতে পারেন অভাব-অনটন। তাই আমরা মহান আল্লাহর কাছেই চাইবো।

আল্লাহ চাহে তো,  সঙ্কীর্ণতা কেটে যাবে। ফিরে আসবে সচ্ছলতা।

সচ্ছলতার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে। আর সেটি হলো সূরা ওয়াকিয়া পাঠ করা।  

আরও পড়ুন: সাইয়্যিদুল ইস্তিগফার বা তওবার শ্রেষ্ঠ দোয়া

প্রিয়নবী সা: ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতি রাতে ‘সূরা ওয়াকিয়াহ’ পাঠ করবে সে কখনো অভাব-অনটনে পড়বে না।  

এ হাদিসের রাবি (বর্ণনাকারী) হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা: তার কন্যাদের প্রতি রাতে এ সূরা পাঠ করার নির্দেশ দিতেন। (মেশকাতুল মাসাবিহ : ২১৮১)

news24bd.tv নাজিম