হে বন্ধু, বিদায়!

আলী যাকের

হে বন্ধু, বিদায়!

নিজস্ব প্রতিবেদক

নন্দিত অভিনেতা আলী যাকেরের প্রয়াণে নিজের ভেরিভাইড ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সিনিয়র সাংবাদিক জ.ই. মামুন।

তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

আমার মতে আলী যাকের বাংলাদেশের সেরা অভিনেতা। কি মঞ্চে কি টেলিভিশনে, তার সমকক্ষ আমি কাউকে দেখিনি। আমি তাঁকে বলতাম বাংলাদেশের অমিতাভ বচ্চন, তিনি হাসতেন।

 

২০ বছর আগে আমার টিভি সাংবাদিকতা এবং উপস্থাপনার কাজে যে কজন বড় মানুষ খুব উৎসাহ দিয়েছেন এবং প্রশংসা করেছেন আলী যাকের তাদের অন্যতম। আমি তাঁর পোশাক পরিচ্ছদ স্টাইল অনুকরণ করার চেষ্টা করতাম। তিনি শতাব্দী নামের একটা দোকানের পাঞ্জাবি পরতেন বলে আমিও অনেকদিন সেই দেকোনের পাঞ্জাবি পরেছি। অসম্ভব স্টাইলিশ মানুষ ছিলেন।

২০০৭ সালে, বাংলাদেশে সম্ভবত তাঁর হাতেই প্রথম আই ফোন দেখেছিলাম।

খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে মেনে নিতে যে তিনি নেই। কান্নাও পাচ্ছে। কেমন ভারি হয়ে আছে বুক। ভাবছি আমার মতো দূরের মানুষেরই যদি এমন লাগে, তাঁর কাছের মানুষদের কেমন লাগছে! 

অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ক্যান্সার। সবশেষ ধরলো করোনা। হাসপাতাল ভর্তি ছিলেন, শেষমেশ চলেই গেলেন শুক্রবারের ভোরবেলা। ইচ্ছা ছিলো একদিন দেখতে যাবো, তিনি যেতেও বলেছিলেন। কিন্তু আর যাওয়া হলো না... 

কোনো দিন আর দেখা হবে না আলী যাকেরের সাথে! এশিয়াটিকের অফিসে না, টিভি স্টেশনে না, বেইলি রোডে না, শিল্পকলায় না, কোত্থাও না! ভাবা যায়?

news24bd.tv নাজিম