পদ্মা সেতুতে বসালো ৩৯তম স্প্যান
দৃশ্যমান পাঁচ হাজার ৮৫০ মিটার

পদ্মা সেতুতে বসালো ৩৯তম স্প্যান

অনলাইন ডেস্ক

পদ্মা সেতুতে বসালো ৩৯তম স্প্যান। এতে দৃশ্যমান হয়েছে সেতুর পাঁচ হাজার ৮৫০ মিটার। এখন আর মাত্র দুটি স্প্যান বসালেই (৩০০ মিটার) দেখা যাবে ছয় হাজার ১৫০ মিটার দৈর্ঘ্যের সম্পূর্ণ পদ্মা সেতু। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১০ ও ১১ নম্বর পিলারের ওপর ‘টু-ডি’ স্প্যানটি বসানো হয়েছে।

৩৮ তম স্প্যান বসানোর ছয় দিনের মাথায় এটি বসানো হলো।

গত মাসেও টার্গেট অনুযায়ী চারটি স্প্যান বসানো হয়েছে সেতুতে। আর ৩৯তম স্প্যানটি বসানোর মাধ্যমে এ মাসে চারটি স্প্যান বসানোর টার্গেটও সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: 


গৃহবধূকে ধর্ষণের পর হত্যা: শ্বশুর গ্রেপ্তার

'আমি মাদরাসায় যাবো না, হুজুর আমার সঙ্গে খারাপ কাজ করেছে'


শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা ২২ মিনিটের দিকে মাওয়া প্রান্তের ১০ ও ১১ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়।

এই তথ্য নিশ্চিত করেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের। আবহাওয়া ভালো থাকায় ও কোনও কারিগরি জটিলতা না থাকায় সহজেই স্প্যান বসানো সম্ভব হয় বলে জানান তিনি।

এর আগে, সকাল ৯ টার দিকে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেন 'তিয়ান-ই' মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটিকে বহন করে রওনা দেয়। এরপর দূরত্ব অতিক্রম সেখান থেকে নির্ধারিত পিলারের কাছে এসে পৌঁছায় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে।

news24bd.tv কামরুল