কৃষ্ণাঙ্গ সঙ্গীত প্রযোজককে পুলিশের মারধর, বরখাস্ত ৩

কৃষ্ণাঙ্গ সঙ্গীত প্রযোজককে পুলিশের মারধর, বরখাস্ত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্যারিসের কেন্দ্রস্থলে কৃষ্ণাঙ্গ এক সঙ্গীত প্রযোজককে পুলিশের মারধরের ভিডিও দেখার পর ফ্রান্সের কর্তৃপক্ষ ঘটনার সঙ্গে জড়িত ৩ কর্মকর্তাকে বরখাস্ত করেছে।

শনিবারের ওই মারধরের ঘটনা ফ্রান্সজুড়ে নিরাপত্তা বাহিনীর আচরণ ও কর্মকাণ্ড নিয়ে নতুন করে ক্ষোভের সঞ্চার করেছে।

সিসিটিভির ভিডিওতে মাইকেল নামের ওই কৃষ্ণাঙ্গ প্রযোজককে প্রথমে মাস্ক না পরার জন্য পুলিশ আটকায় এবং পরে লাথি ও ঘুষি মারতে দেখা যায়।

আহত মাইকেলের দাবি, তিনি বর্ণবৈষম্যেরও শিকার হয়েছিলেন।

গেলো সপ্তাহে প্যারিসে একটি অস্থায়ী অভিবাসন শিবির ভেঙ্গে ফেলায় সোমবার পুলিশের বিরুদ্ধে অ-প্রয়োজনীয় শক্তি প্রয়োগেরও অভিযোগ উঠেছে।

ফ্রান্সের সরকার যখন পুলিশ কর্মকর্তাদের মুখের ছবি সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে আইন আনার চেষ্টা করছে, তখনই এ ধরনের ঘটনা ঘটলো।

আরও পড়ুন: টানা ৫ দিন ধর্ষণের পর তরুণীকে পাতিতালয়ে বিক্রির চেষ্টা

এ নতুন আইনটির সমালোচকরা বলছেন, পুলিশ সদস্যদের মুখ না দেখা গেলে বা চিহ্নিত করা সম্ভব না হলে, বিভিন্ন সময় তাদের নিপীড়নের ঘটনা কখনোই আলোর মুখ দেখবে না।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর