ভাতিজার হাসুয়ার কোপে চাচা না ফেরার দেশে

ভাতিজার হাসুয়ার কোপে চাচা না ফেরার দেশে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরলে দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধে ও ধান কাটতে বাঁধা দেওয়ায় দেশীয় অস্ত্রের কোপে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল কাদের।

জানা যায়, শুক্রবার দুপুরে বিরলের বল্লভপুর গ্রামে আব্দুল কাদের নিজ জমির ধান কৃষি শ্রমিক ও পরিবারের লোকজন নিয়ে কাটতে থাকে। ধান কাটার এক পর্যায়ে তার ভাই রোস্তম আলী ও ভাতিজা নাঈম ইসলামের সাথে জমি নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়।

এসময় দুই পরিবারের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে ভাতিজা নাঈম ইসলাম দেশীয় অস্ত্র দিয়ে চাচা আব্দুল কাদেরকে কোপ দেয়। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

টানা ৫ দিন ধর্ষণের পর তরুণীকে পাতিতালয়ে বিক্রির চেষ্টা

বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি ধারাল দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এ বিষয়ে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর