খুনের মামলায় রাঙামাটির কাপ্তাই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ্যাইসা অং মারমা।

খুনের মামলায় রাঙামাটির কাপ্তাই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফাতেমা জান্নাত মুমু, চট্টগ্রাম

খুনের মামলার অভিযুক্ত রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য যৌথবাহিনীর হাতে আটক। আটকরা হলেন- চেয়ারম্যান খ্যাইসা অং মারমা (৫৫) ও সদস্য সিংথোয়াই মারমা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাপ্তাই উপজেলা পৃথক পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০নভেস্বর রাঙামাটির রাজস্থলী উপজেলার তুইনু মং মারমাকে ব্রাশফায়ার করে হত্যা করে সশস্ত্র
সন্ত্রাসীরা।

এ ঘটনার পর ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১৫ বিরুদ্ধে রাজস্থলী থানায় ছেলে হত্যা মামলা দায়ের করেন ওয়াং চিং মারমা।

এ ঘটনার পর আসামিদের গ্রেপ্তার করতে পুলিশসহ অভিযানে নামে যৌথবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে ওই মামলার অন্যতম আসামি চিৎমরম ইউনিয়নের উজানছড়ি পাড়া এলাকা থেকে পরিষদের চেয়ারম্যান খ্যাইসা অং মারমাকে ও চিৎমরম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য সিংথোয়াই মারমাকে চংড়াছড়ি এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে আটক করে যৌথবাহিনী।

ধর্ষণ মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার

রাঙামাটি রাজস্থলী উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফজল আহাম্মদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

আপাতত তারা পুলিশ হেফাজতে আছে। পরে কোর্টে তাদের হাজির করা হবে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর