চট্টগ্রামে মাস্ক ব্যবহারে অনীহা প্রবল

চট্টগ্রামে মাস্ক ব্যবহারে অনীহা প্রবল

ফাতেমা জান্নাত মুমু, চট্টগ্রাম

চট্টগ্রামে লেগেছে করোনার দ্বিতীয় ঢেউ। বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিন্তু এখনো বিন্দুমাত্র সচেতন নন নগরবাসী। যদিও জেলা প্রশাসন বলছে সচেতনতা বাড়াতে মাঠ আছে নির্বাহী ম্যাজিস্ট্রের ১০টি টিম।

তবে, মাস্ক পরাতে কিংবা সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এখনো সফল নয় প্রশাসন, বলছেন সমাজ বিশ্লেষকরা।  

চট্টগ্রামে আবারও শুরু হয়েছে করোনার তাণ্ডব। দ্রুত ছড়িয়ে পরছে সংক্রমণ। কিন্তু তারপরও মানুষের মধ্যে নেই কোনো সচেতনতা।

সামাজিক দূরত্ব তো মানছেনই না। মাস্কও নেই অনেকেরই মুখে। এমনচিত্র এখন পুরো নগর জুড়ে।


আরও পড়ুন: ঘরের তালা ভেঙে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ


চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের এক পরিসংখ্যায় দেখা যায়, গত তিন মাসে শুধু চট্টগ্রাম নগরীতেই করোনা আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৩০ হাজার। আর মারা গেছে ৩১৬ জন। প্রশাসনিক কর্মকর্তারা বলছেন সচেতনতা বৃদ্ধিতে মাঠে আছে ভ্রাম্যমাণ আদালত। কাজ করছে সিটি কর্পোরেশনও।

তবে, মাস্ক পরাতে কিংবা সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এখনো সফল নয় প্রশাসন, বলছেন সমাজ বিশ্লেষক আখতার কবির।  
 
কক্সবাজারসহ চট্টগ্রামে করোনা ল্যাব আছে ৫টি। আর স্যাম্পল কালেকশন বুথ আছে ২০টি। নিয়োজিত আছেন ১ হাজার ৬০০ চিকিৎসক।

news24bd.tv নাজিম