বিক্ষোভে উত্তাল প্যারিস

বিক্ষোভে উত্তাল প্যারিস

অনলাইন ডেস্ক

পুলিশ নিরাপত্তা বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজধানী প্যারিস।

শনিবার প্যারিসের প্লেস দে লা রিপাবলিকের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বাজি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ।  

এর আগে, গেল সপ্তাহে দায়িত্ব পালনের সময় পুলিশের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা দিয়ে পুলিশের নিরাপত্তা বিল পাস করে ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ। বিলটি অনুমোদন পেতে এখন সিনেটে পাস হওয়ার অপেক্ষা।

আরও পড়ুন: বিএসএমএমইউর ৪ চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা

দায়িত্বরত অবস্থায় কেউ পুলিশের ছবি তুললে বা ভিডিও করলে একবছর পর্যন্ত কারাদণ্ড অথবা ৪০ থেকে ৫৪ হাজার ইউরো পর্যন্ত জরিমানা গুণতে হবে।

  

এছাড়া সম্প্রতি এক কৃষ্ণাঙ্গ সঙ্গীত প্রযোজককে পুলিশের মারধরের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে ফ্রান্সে। এ ঘটনায় অভিযুক্ত চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।   

news24bd.tv নাজিম