কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক

কাতারে সড়ক দুর্ঘটনায় ফেনীর দাগনভূঞা উপজেলার নজরুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে কাতার থেকে তার মারা যাওয়ার খবর গ্রামের বাড়তে আসে বলে জানান তার পিতা মোহাম্মদ ইসমাইল।

নিহত নজরুলের বাড়ি দাগনভূঞার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর ৬নং ওয়ার্ডে।

নিহতের পিতা মোহাম্মদ ইসমাইল জানান, জীবিকার তাগিদে তার ছেলে নজরুল ইসলাম দীর্ঘ ১৫ বছর কাতারে অবস্থান করছেন।

সেখানে তিনি একটি কোম্পানিতে লরি চালক হিসেবে নিয়োজিত ছিলেন।


আরও পড়ুন: টানা ৮ দিন ধরে পালাক্রমে কিশোরীকে ধর্ষণ করলো প্রেমিক ও তার বন্ধুরা


গত বৃহস্পতিবার কাতার ইউনিভার্সিটির সামনে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন নজরুল। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর রোববার সন্ধ্যায় নজরুলের মৃত্যুর খবর আসে। নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

পারিবারিক সূত্রে আরো জানা যায়, সর্বশেষ গত বছর নজরুল ইসলাম দেশে আসে। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড় এবং পারিবারিক জীবনে এক পুত্র সন্তানের জনক।

news24bd.tv আহমেদ