নারায়ণগঞ্জে পিকে হালদারের গোপন গুদাম থেকে শত শত দলিল উদ্ধার, প্রাথমিকভাবে ৭ হাজার ৮০ শতাংশ জমি জব্দ করেছে দুদক, এসব জমির বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা
রাজধানীতে নারী হত্যার ঘটনায় সৎ ছেলেসহ গ্রেপ্তার ৬
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কাফরুলে এক নারীকে হত্যার ঘটনায় তার সৎ ছেলেসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আজই আদালতে তোলা হবে। গতকাল রোববার দুপুরের দিকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরের ঈমাননগরের এক বাসা থেকে পোড়ানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এক বছর আগে ৫০ বছর বছর বয়স্ক শাজাহান সিকদারের সঙ্গে বিয়ে হয় সীমা বেগমের।
প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সীমা বেগমকে বিয়ে করেন শাজাহান সিকদার। নিজেদের ফ্ল্যাটেই সীমা বেগমের জীবন চলছিল স্বামী, সৎ ছেলে এবং সৎ ছেলের বৌয়ের সঙ্গে।
সৎ ছেলে নাহিদ এবং তার বৌয়ের সঙ্গে পারিবারিক বিরোধের জেরেই এই বিভৎস হত্যাকাণ্ড বলে অভিযোগ করছেন স্বজনরা।
করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ছে লাফিয়ে
গতকালই সীমা বেগমের মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠায় পুলিশ। আর জিজ্ঞাসাবাদের জন্য সৎ ছেলের বৌ-শশুর এবং শাশুড়িকে থানায় নেওয়া হয়।
news24bd.tv তৌহিদ
পরবর্তী খবর
মন্তব্য