নীলফামারীর সৈয়দপুরে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ২ জন
বঙ্গবন্ধু টি২০ কাপের খবর
স্পোর্টস ডেস্ক
দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ১০ রানের জয় পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। টস হেরে ব্যাট করতে নামা চট্টগ্রাম নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে বরিশাল। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন চট্টগ্রামের শরিফুল ইসলাম।
দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে লড়ছে খুলনা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে খুব বেশি সময় নেননি বরিশালের বোলাররা। দলীয় ২২ রানেই ওপেনার সৌম্য রাহির বলে তৌহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। লিটন দাশকে নিয়ে মিথুনের যাত্রাটা বেশিদূর এগুতে দেননি সুমন খান। আফিফের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে মিথুনের ব্যাট থেকে আসে ১৭ রান।
৩৫ রান করে লিটন দাশের বিদায়ে চট্টগ্রামের ব্যাটিংয়ে ছন্দপতন। ততক্ষণে নমব ওভার শেষের পথে। স্কোরবোর্ডে সংগ্রহ ৬৮ রান। সামসুর রহমান শুভর ২৬ আর মোসাদ্দেকের ২৮ এর কল্যাণে সংগ্রহটা সম্মানজনক জায়গায় পৌঁছায়। শেষে ১১ বলে অলরাউন্ডার সৌকত আলির ২৭ এর কল্যানে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১৫১ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম।
১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। দলীয় ২৩ রানে সাজঘরে ফেরেন মেহেদি মিরাজ। শরিফুলের প্রথম শিকারে পরিণত হওয়ার আগে করেন ১৩ রান। মোস্তাফিজের প্রথম শিকার ইমন। সাজঘরে ফেরার আগে ১১ রানের সম্বল এই তরুণ তুর্কির।
তামিমও পারেননি দলের হাল ধরতে। ব্যক্তিগত ৩২ রানে বিদায়ের বেলায় দলীয় সংগ্রহ ৩ উইকেটে মাত্র ৬৭। এরপর বল আরে রানের চাকার যোগসূত্র খোঁজার চেষ্টাই শুধু করে গেছেন বরিশালের ব্যাটসম্যানরা। আফিফ হাসানের ২৪ রান ব্যবধান কমিয়েছে মাত্র।
news24bd.tv তৌহিদ
পরবর্তী খবর
মন্তব্য