তুমি মরে গেলেই মানুষ বাঁচতে শেখে

সাদিয়া নাসরিন

তুমি মরে গেলেই মানুষ বাঁচতে শেখে

সাদিয়া নাসরিন

“নিজে ভালো হলে সবাই ভালো হয়”, এই সাধারণ সত্যটা সকলের মতোই আমিও শুনে শুনে বড় হয়েছি। কিন্তু মানিনি কখনোই।   উল্টো সবসময় বলেছি, আমি ভালো হলে তো সবাই ভালো হবেই, তাদের দিয়ে আমার কাজ কী? বরং আমি খারাপ হলেও যে ভালো থাকে তাকে দিয়েই আমার কাজ। ” 

আর বড় হতে হতে আজ যেখানে এসে দাঁড়িয়েছি, সেখানে এই সত্যটাকেই আমি একমাত্র সুন্দর বলে জানলাম, “জেনে শুনে মুড়াও মাথা, জাতে ত্বরবি”।

আমি মানলাম, ভালো দিয়েই শুধু ভালো হয়।  

আরও পড়ুন: ক্রোম ব্রাউজারের যত হিডেন ফিচার

নিজে খারাপ হয়ে অন্যের কাছ থেকে ভালো আশা করার মধ্যে বড় জোর হ্যাড়ম দেখানো হতে পারে, মুই কী হনুরে থাকতে পারে, সুখও হয়তো পাওয়া যায়, শান্তি তাতে থাকেনা।  

শান্তির জন্য নিজেকে শান্ত হতে হয়, এই স্বাভাবিক সত্যটা মানতে আমার লাগলো বিয়াল্লিশ বছর। ইগো এবং এ্যাটিচুডের ভেতরে ফারাকটা বুঝতে আমার লাগলো চার দশক।

 

বয়স। অভিজ্ঞতা। আহ, রক্ত!!! আহ, জওয়ানকি!!!! তুমি মরে গেলেই মানুষ বাঁচতে শেখে।

(সাদিয়া নাসরিন, উন্নয়ন কর্মী)

news24bd.tv নাজিম