বিজয় মাসের শুরুতে স্বেচ্ছাসেবকলীগের মোমবাতি প্রজ্জ্বলন

বিজয় মাসের শুরুতে স্বেচ্ছাসেবকলীগের মোমবাতি প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক

বিজয় দিবস উপলক্ষে আজ রাত ১২টা ১ মিনিটে শিখা চিরন্তন এবং পরে ধানমন্ডি ৩২ - এ  মোমবাতি প্রজ্বালন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।


দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে বিপুল আত্মত্যাগের মধ্য দিয়ে ১৯৭১ সালের ডিসেম্বরে বিজয় ছিনিয়ে আনে বাঙালি জাতি।

পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরুর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সমগ্র জাতি মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।

অবশেষে ১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স (এখন সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে মুক্তিবাহিনী ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করেন যুদ্ধে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল আমীর আব্দুলাহ খান নিয়াজী; মুক্ত বাংলাদেশে ওড়ে স্বাধীন দেশের লাল-সবুজ পাতাকা।

news24bd.tv নাজিম