করোনা নেগেটিভ হয়ে দলের সাথে যোগ দিতে কাতার যাচ্ছেন জেমি

করোনা নেগেটিভ হয়ে দলের সাথে যোগ দিতে কাতার যাচ্ছেন জেমি

অনলাইন ডেস্ক

স্বস্তির খবর মিলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। সোমবার করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ হয়েছেন জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। দলের সাথে যোগ দিতে বুধবার কাতারের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে তাঁর।  

জেমি ডে নিজেই গণমাধ্যমকে তার করোনামুক্তির খবরটি জানিয়েছেন।

এসময় বুধবার কাতার যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি। জেমি বলেন, ‘আমি এখন করোনা নেগেটিভ। বুধবার কাতার যাব আমি। ’

দোহায় পৌঁছানোর পর তিন দিনের কোয়ারেন্টিনে থাকার নিয়ম।

জেমির কোয়ারেন্টিন পর্বটি কমিয়ে আনার চেষ্টা করা হবে বাফুফের পক্ষ থেকে। যেন ৪ ডিসেম্বর বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে স্বাগতিক কাতারের বিপক্ষে ডাগআউটে দাঁড়াতে পারেন এই ইংলিশ কোচ।


আরও পড়ুন: ২৫ পদে মোট ২১৯ জনকে নিয়োগ দিবে রাজউক


এর আগে ১৫ নভেম্বর সকালে জেমির করোনায় আক্রান্তের খবর জানা গিয়েছিল। ১৩ নভেম্বর মুজিব বর্ষ সিরিজের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। ম্যাচের পরের দিন শনিবার সকালে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের করোনার নমুনা সংগ্রহ করা হয় টিম হোটেল থেকে। রোববার সকালে জানা যায় জেমি করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর থেকে হোটেলে আইসোলেশনে ছিলেন তিনি। গেল কয়েক দিন পেটের পীড়ায় ভুগছেন। এখন অন্তত স্বস্তির খবর করোনামুক্ত হয়ে দোহায় দলের সঙ্গে যোগ দেবেন জেমি।

news24bd.tv আহমেদ