৪ মাস সাঁতার শিখে বাংলা চ্যানেল পাড়ি

৪ মাস সাঁতার শিখে বাংলা চ্যানেল পাড়ি

অনলাইন ডেস্ক

সাঁতার শিখেছেন মাত্র ১২০ দিন হয় অর্থ্যাৎ চার মাস। এত অল্প সময়ে সাঁতার শিখে বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

তার নাম মিশু বিশ্বাস। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার।

তিনি ছয় ঘণ্টা ২৩ মিনিটে বাংলা চ্যানেলের ১৬.১ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন, যা রীতিমতো অবাক করেছে আয়োজকদের।

এত অল্প সময়ে সাঁতার শিখে এর আগে কেউ বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন-এমন তথ্য জানাতে পারেনি আয়োজক সংস্থা।

বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে তিনি এই কীর্তি গড়েছেন।

ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা ১৫ বছর ধরে বাংলা চ্যানেলে সাঁতারের আয়োজন করে আসছে।

গতকাল সোমবার অনুষ্ঠিত এই সাঁতারে অংশগ্রহণ করে মোট ৪৩ জন। তিনজন বাদে অর্থাৎ ৪০ জন চ্যানেলটি পাড়ি দিতে পারেন।


আরও পড়ুন: মুসলিম বিশ্বে যত ভাস্কর্য


ওই ৪০ জনের মধ্যে আরেকজন ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগের রামপুরা জোনের পুলিশ সার্জেন্ট সোহেল রাশেদ। তিনি চ্যানেলটি পাড়ি দেন পাঁচ ঘণ্টা ৫৯ মিনিটে।

মিশু বিশ্বাস এক সাক্ষাতকারে দেশের এক গণমাধ্যমকে বলেন, ‘এক চমৎকার অভিজ্ঞতা এটি। মাত্র চার মাস সাঁতার শিখেছি। এর আগে পানিতে নামতেই আমার ভয় করত। আমার খুব ভালো লাগছে সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে এই চ্যানেল পাড়ি দেওয়ায়। এটা আমার জন্য খুবই উৎসাহের ব্যাপার। আগামীতে আরো ভালো সাঁতার শিখতে এটি আমার জন্য অনুপ্রেরণাও বটে। ’

ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার বলেন, ‘সাঁতার শুরুর তিন ঘণ্টা ২০ মিনিট পর গন্তব্যে পৌঁছে প্রথম স্থান অধিকার করেছে কিশোর রাব্বি রহমান। তবে আমি মিশু বিশ্বাসের কীর্তিটাকে তার চেয়ে বড় করে দেখছি। মাত্র চার মাস সাঁতার শিখে এই কীর্তি গড়ায় আমি অবাক হয়েছি। এটি একটি বিরাট অর্জন। এবং ভীষণ সাহসের ব্যাপার। ’

তিনি আরো বলেন, ‘১৫ বছর ধরে আমি এই সাঁতারের আয়োজক। সাঁতারের নিয়মটা হচ্ছে, আপনাকে টানা সাঁতরাতে হবে। কোথাও থামা যাবে না। সাঁতারের সময় অংশগ্রহণকারীদের আশপাশে আয়োজকদের নৌকা থাকে। কেউ যদি থামে বা নৌকা স্পর্শ করেন তাহলে তিনি ডিসকোয়ালিফাইড। সুতরাং আপনাকে কষ্ট করেই এই চ্যানেল পাড়ি দিতে হবে। ’

সরকার জানান, সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে সাঁতার শুরু করেন মিশু বিশ্বাস। ১৬.১ কিলোমিটার সাঁতরে বিকেল ৩টা ৪৮ মিনিটে তিনি সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছান। একই সময়ে সাঁতার শুরু করে সোহেল রাশেদ ৩টা ২৪ মিনিটে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছান।

এ ছাড়া একই সময়ে সাঁতার শুরু করে প্রথম হয়েছে বগুড়ার সুবিল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ১৩ বছর ছয় মাস বয়সী রাব্বি রহমান। সেন্ট মার্টিন দ্বীপের জেটিতে পৌঁছাতে তার সময় লাগে তিন ঘণ্টা ২০ মিনিট।

‘বাংলা চ্যানেল’ জয় করলেন পুলিশ কর্মকর্তা

news24bd.tv নাজিম